নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় আওয়ামী লীগ ও বিএনপির একই স্থানে পাল্টাপাল্টা বিক্ষোভ মিছিল করেছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উভয় দলের বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ কড়া পাহারা দেয়।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির নেতৃবৃন্দ মিছিলটি নিয়ে শুরু করে রাস্তায় বের হলেই অপরদিক শহরের আমতলা মোড় থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ পাল্টা মিছিল নিয়ে মুখোমুখি হয়। কিন্তুকোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উভয় দলের বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মো: আব্দুল আলীম, যুগ্ম আহবায়ক হাবিবুল ইসলাম হাবিব, সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. নুরুল ইসলাম, সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহবায়ক মো: শের আলী, সদস্য সচিব পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, আশাশুনি উপজেলা বিএনপির মশিউল হুদা তুহিনসহ জেলা উপজেলার বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আসিকুর রহমানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …