তালা প্রতিনিধি:
তালায় সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস এ নিষেধাজ্ঞার আদেশ করেন।নিষেধাজ্ঞা ভঙ্গ করলে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ৬ মাসের কারাদন্ড সহ ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামের ৭ম শ্রেণির এক ছাত্রীর বিয়ের খবর শোনা যায়। বিষয়টি জানতে পেরে ধানদিয়া ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার অপর্না দাস,ব্র্যাকের পল্লি সমাজ কর্মসুচীর তালা উপজেলা সমন্বয়কারী মোরশেদা আক্তার এবং গ্রাম পুলিশ সুনীল সরদার ঘটনাস্থানে উপস্থিত হলে কনে পক্ষ বিবাহ বন্ধ রাখে। পরবর্তীতে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে হাজির হন। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস নিষেধাজ্ঞা আরোপ করেন।