পাটকেলঘাটায় লিঙ্গ কর্তন: অবশেষে বিয়ে

ক্রাইমবাতা রিপোট: পাটকেলঘাটা:  লিঙ্গ কর্তনের নাটক সাজিয়ে স্ত্রীকে ফাসিয়ে পরোকিয়া প্রেমিকাকে বিয়ে করার অভিযোগ উঠেছে মেহেদী হাসান নামের এক ব্যক্তির বিরুদ্ধে । এ ঘটনায় মিথ্যা মামলায় চার মাস হাজত বাসের পর বিচারের আসায় দারে দারে ঘুরছেন গৃহ বধু শারমিন আক্তার। ঘটনাটি ঘটেছে
সাতক্ষীরা পাটকেলঘাটার ভারসা গ্রামে। ঘটনা সুত্রে জানাযায়, তালা উপজেলার মদনপুর এলাকার নানার  বাড়িতে বড় হওয়া শারমিন আক্তারের সাথে ২০১৮ সালে  পাটকেলঘাটার ভারসা গ্রামের নওয়াব আলীর পুত্র  বহু পরোকিয়া প্রেমের  হোতা মেহেদি হাসানের সাথে ইসলামী শরিয়াত মোতাবেক বিবাহ হয়। বিবাহের  দুই বছর যেতে না যেতেই পাটকেলঘাটা এলাকার বিউটি পার্লারে কাজ করা একটি মেয়ের সঙ্গে প্রেমের  সম্পর্কে জড়িয়ে পড়েন, বিষয়টি স্ত্রী শারমিন আক্তার জানতে পারায় স্বামী  মেহেদী হাসান শারমিনের উপর বিভিন্নভাবে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন চালায়। এমন অভিযোগ করেন ভুক্তভোগী শারমিন আক্তার।
তিনি আরো   জানান, সেই পরিকয়ার জের ধরে আমার স্বামী ও পরকিয়া প্রেমিকার ষড়যন্ত্রের  স্বীকার হয়ে লিঙ্গ কর্তনের নাটক সাজিয়ে  মিথ্যা মামলায় ৪ মাস জেল খেটেছি। এখন জামিনে এসে মিথ্যা মামলা হতে অব্যাহতি পেতে দ্বারে দ্বারে ঘুরছি। ভুক্তভোগী  বলেন, আমি যদি তার লিঙ্গ কর্তন করি তাহলে সে ২৪ নভেম্বর ২০২২ তারিখে পরোকিয়ার সেই মেয়েকে কিভাবে বিবাহ করলো মেহেদী? আমাকে গোপনে তালাক দিয়ে আমার দুই বছরের শিশু পুত্রকে আকটে রেখেছে সে।  আমি আমার পুত্রকে ফিরে পেতে চায় এবং প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট  এই মিথ্যা লিঙ্গ কর্তনের ঘটনাটি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার দাবী জানাচ্ছি। এ বিষয়ে মেহেদী হাসানের পিতা নওয়াব আলী  অকপটে স্বীকার করে বলেন আমি সাবেক পুত্রবধু শারমিনকে ধৈর্য্য ধরে থাকতে বললেও আমার পুত্রের লিঙ্গ কর্তন করে সে। এ বিষয়ে অভিযুক্ত মেহেদী হাসানের কাছে লিঙ্গ কর্তনের  পর বিয়ে করলে কিভাবে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
আমার ছেলেকে  শারমিন কতৃক লিঙ্গ কর্তন করার পর কোর্টের মাধ্যমে তাকে তালাক করানো হয়েছে।  সে এ ঘটনার সাথে জড়িত ছিল। গত ২৪ নভেম্বর  আমার পুত্রকে বিয়ে দেওয়া হয়েছে।
Please follow and like us:

Check Also

নিরাপত্তা নিয়ে উদ্বেগ, বাংলাদেশিদের মৌলিক স্বাধীনতা চর্চার সক্ষমতা দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা আরও একবার জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ২০শে জুলাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।