পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে তা জানতে চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি মহাসচিবের কাছে এই প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের নেত্রীই তো বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়।’
রবিবার পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে ওবায়দুল কাদের একথা বলেন। রাজধানীর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটি এখন আদালত কর্তৃক নিষিদ্ধ হওয়ায় মিউজিয়ামে। তাই তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে লাভ নেই। বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে জাতীয় নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে হবে।’
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের সমাবেশে সরকার কোনো বাধা দেবে না। তবে আগুন ও লাঠি নিয়ে খেলতে এলে সমুচিত জবাব দেওয়া হবে।’
‘১০ ডিসেম্বর বিএনপি যেন সুষ্ঠুভাবে সমাবশে করতে পারে, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের ৮ ডিসেম্বরের কেন্দ্রীয় সম্মেলন ৬ তারিখে আনা হয়েছে।’
কুমিল্লায় বিএনপির সমাবেশে উপস্থিতি খরা ছিল মন্তব্য করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘কুমিল্লায় কোথায় গেল হাঁকডাক? সেখানে জনগণের উপস্থিতি ছিল খরা। কোথায় গেল স্রোত আর ঢল? ঢাকা শহরে দেখা যাবে কত ধানে কত চাল।’
ওবায়দুলি কাদের আরও বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেছে। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করা তাদের রাজনীতি।’
‘রাজনীতি না করার শর্তে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে যাওয়া নেতাকে নেতা বানানো এত সহজ নয়। মানুষকে ধোঁকা দেওয়ার সময় শেষ।’
সম্মেলনে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউয়াল। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।