ধর্মীয় বিদ্বেষ সৃষ্টির অভিযোগে সাতক্ষীরায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধি: ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিসহ হিংসা ছড়ানোর অভিযোগে অপসারণ দাবি করে শ্যামনগরে কেন্দ্রীয় মাদ্রাসার অধ্যক্ষ ওয়াজের হোসেনের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। শনিবার বিকাল চারটায় শ্যামনগর উপজেলা সদরের ফুলতলা এলাকায় মাদ্রাসার সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্রজনতা, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে আজিবর রহমান খোকনের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষসহ স্থানীয়রা অংশ নেয়।

উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আল মামুন লিটনের সঞ্চালনায় এসময় মানববন্ধনে বক্তব্য করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স. ম আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক প্রভাষক শরিফুল ইসলাম সোহাগ, সাবেক ছাত্রনেতা শেখ আব্দুস সালাম, আহসান হাবীব, শেখ সুন্নত আলী, হারুন-অর রশিদ, আজাদ আলী প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত বক্তারা জুমার নামাযে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে খুতবার পূর্বে ধর্মীয় বিদ্বেষমুলক বক্তব্য প্রদানের অভিযোগ করেন। এসময় বক্তারা ঐ ঘটনায় দায়ের হওয়া মামলার সুত্র ধরে দায়িত্ব হতে অব্যহতি দিয়ে তদন্তপুর্বক জোবায়ের হোসেনের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।