নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসকের পৃষ্ঠপোষকতায় ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর শুভেচ্ছা উপহার হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল। জেলা প্রশাসনের জরুরী মিটিং থাকায় আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন জেলা প্রশাসক। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করে এবং টুর্নামেন্টের সফল সমাপ্তি হওয়ায় টুর্নামেন্টের আয়োজক ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলকে ধন্যবাদ জানান। এবারে এস.এস.সি পরীক্ষায় ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষার্থীরা ২৩ জন গোল্ডেন এ প্লাস, এ গ্রেড ৫৫ জন, এ-৪৫ জন ও ৬জন বি গ্রেড পাওয়ায় ভাল ফলাফলের জন্য ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষককে ধন্যবাদ জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন এন.বি.বিকে আল-মদিনা দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. জাহাঙ্গীর হোসেন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …