নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ৫০ তম বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। (১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের হলরুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে সাতক্ষীরা জেলা ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি সৈয়দ ফিরোজ কামাল শুভ। বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচি বিষয় সমূহ ছিল । ক) ২০২১ সনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন। খ) ২০২২ সনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন । গ) ২০২১ সনের অডিট রিপোর্ট পাশ করা।
ঘ) চলতি বৎসরের আয় ব্যয়ের হিসাব, ২০২৩ সনের ইউনিটের প্রস্তাবিত বাজেটে (জানুয়ারী-ডিসেম্বর) অনুমোদন । শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট হল রুমে মুলতবি সভা অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, কার্যকরী কমিটির সদস্য শেখ হারন উর রশিদ, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, মকসুমুল হাকিম, এস এম শওকত হোসেন, মো. রাশেদুজ্জামান রাশি, সাতক্ষীরা ইউনিটের যুব প্রধান মো. ইলিয়াস হোসেন, উপযুব প্রধান মীর মনোয়ার হোসেন, অফিস সহকারী মো. কামরুল ইসলামসহ সাতক্ষীরা ইউনিটের কর্মকর্তা, যুব সদস্য ও আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা রেডক্রিসেন্ট ইউনিটের উপপরিচালক এ এস এম আকতার হোসেন।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …