সাতক্ষীরায় বাড়ি বাড়ি কম্বল নিয়ে বয়োবৃদ্ধ অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মমিনুর রহমান মুকুল

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আত্মমানবতার সেবায় অসহায় বৃদ্ধ শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “মা” ফাউন্ডেশন। সোমবার (৫ ডিসেম্বর) সকালে সদরের ওমরা পাড়া, চেলারডাঙ্গা, বড় খামার, রামচন্দনপুর, লবণগোলা, বাঁধনডাঙ্গা ও ব্রহ্মরাজপুর এলাকার শতাধিক অসহায় বৃদ্ধ শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। এসময় তিনি বলেন, “হঠাৎ জেকে বসেছে প্রচন্ড শীত। সাতক্ষীরার বয়োবৃদ্ধ অসহায় শীতার্ত মানুষের কষ্টের কথা ভেবে মহান বিজয়ের মাসে ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র কম্বল বিতরণ করার উদ্যোগ নিয়েছি। ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ এ শীতবস্ত্র বিতরণ বেগম রোকেয়া দিবস পর্যন্ত অব্যাহত থাকবে।”

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।