যেটিই হোক সমঝোতা হবে: ওবায়দুল কাদের

যেটিই হোক, একটি সমঝোতা হবে, হয়ে যাবে; এমন আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সেতুমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপি কি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনীতির আকাশে আজ ঘন মেঘ ঘনীভূত হয়েছে। আবার চট করে চলে যায়। আমি একজন চিরন্তন আশাবাদী মানুষ।’

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। দলের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা সরকারে আছি, আমরা কেন দেশে অশান্তি চাইবো? আমরা কেন আতঙ্ক সৃষ্টি হয়, এমন কাজ করবো। দরকার তো নেই।’

‘আশা করছি বিরোধী দল শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে। দলীয়ভাবে আমরা তাদের সঙ্গে কখনও সংঘাত সৃষ্টি করিনি। এখন আমরা সংঘাত চাই না’ বলেও জানান তিনি।

ভারতের নতুন দূতের সঙ্গে আলোচনা কী নিয়ে, জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকায় নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে তিনি দায়িত্ব পাওয়ার পর আমার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছেন। রোড কানেকটিভিটি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন।’

আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি কোনও মতামত দেননি। আমি আমার বক্তব্য বলেছি।’

ভারত কেমন নির্বাচন দেখতে চায়, একজন সাংবাদিকের এমন প্রশ্নের ওবায়দুল কাদের বলেন, ‘এসব কিছু নিয়ে কথা হয়নি। অহেতুক আমি মিথ্যা কথা বলবো কেন! তবে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমি বলেছি যে বিরোধী দল আন্দোলন করছে। তারা সরকারের পদত্যাগ চাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচন করবে না। ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ নিয়েও কথা হয়েছে। সমাবেশের স্থান নিয়ে বিএনপি অনড়, তা জানিয়েছি।’

Check Also

পাসপোর্ট ছাড়াই ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরা সীমান্তে গ্রেপ্তার ১০

অবৈধভাবে ভারত থেকে আসার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্তে নারী–শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।