দেশের গনতন্ত্র না থাকাই মানুষ আজ পরাধীনঃ সাতক্ষীরায়   ড. বদিউল আলম মজুমদার

সাতক্ষীরা সংবাদদাতাঃ :সুজন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড.বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের গনতন্ত্র না থাকাই মানুষ আজ পরাধীন। বাংলাদেশের গনতন্ত্র ও ভোট আজ নির্বাসনে গেছে যার কারনে মানুষের মানবিকতা অর্থনৈতিক ভাবে ভেঙ্গে পড়েছে।
সুজন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সোমবার বিকালে সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে এক সভায় তিনি এসব কথা বলেন।
সুজন এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড.বদিউল আলম মজুমদার আরো বলেন, আমরা বহির বিশ্বের নিকট থেকে যতই অর্থ এনে ফুটো কলসে রাখি তাতে কোন কাজ বা অর্থনৈতিক চাঙ্গা হবে না। আজ মানুষের কোনো স্বাধীনতা ও বাক স্বাধীনতা নেই, নেই কোনো মানুষের অধিকার, শুধু তাই নয় দেশটা আজ বাজিকরদের হাতে। দেশটা দূর্নীদের আখড়ায় পরিনত হয়েছে যার কারনে আজ গনতন্ত্র ধংসের করণ এমনকি আমরা কেউ নিরাপত নয়, দেশের মানুষ সুষ্ঠু ভাবে ক্ষমতা হস্তান্তর ও সুষ্ঠু নির্বাচন চাই এটি না হলে আমাদের পরবর্তী প্রজন্ম হুমকির মুখে। আমি বা আমরা সবাই সুষ্ঠু ও নিরাপক্ষ নির্বাচন চাই, যতক্ষণ সুষ্ঠুভাবে নির্বাচন হবেনা ততক্ষণ গনতন্ত্র মুক্তি পাবেনা, এর জন্য শক্তি শালি নির্বাচন কমিশন দরকার যাতে করে কেউ হস্তক্ষেপ না করতে পারে।
সংগঠনের জেলা শাখার সহসভাপতি পবিত্র মোহন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুজনের জেলার সহসভাপতি এড শাহনাজ পারভীন মিলি , খুলনা বিভাগীয় সমন্বয়ক সুজনের মাসুদুর রহমান রনজু, সহসভাপতি হারুনর অর রশিদ, কলারোয়া উপজেলা সুজনের সভাপতি অধ্যাক্ষ আবু নসর, আশাশুনি উপজেলা সভাপতি আঃ হান্নান, সংগঠনের উপদেষ্টা ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আবু সাঈদ, এম ইদুজ্জামান ইদ্রিস প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুজনের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলাম। পরে তিনি বাল্য বিয়ে, মাদকসহ বিভিন্ন ক্ষতিকর দিক থেকে মানুষের উদ্বুদ্ধ করার জন্য সুজনের সাথে সমপৃক্ত করে দেশকে এগিয়ে নেয়ার জন্য সকলস্তরের মানুষ কে কাজ করার আহবান জানান।

 

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।