কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ শ্রেষ্ঠ জয়িতার সম্বর্ধনা প্রদান

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ শ্রেষ্ঠ জয়িতার সম্বর্ধনা প্রদান

মোঃ হারুন উর রশিদ কালিগঞ্জ
সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস 2022 উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে ।কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৯ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ন’টায় উপজেলা পরিষদের সামনে থেকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও মহীয়সী নারী বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক র‍্যালি বাইর হয় ‍ র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান করে। পরে উপজেলা ল্যাবরেটরি স্কুলের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও বিশেষ অবদানের জন্য পাঁচজন শ্রেষ্ঠ জয়িতার সম্বর্ধনা প্রদান করা হয় কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তীর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম ,বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন ,উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক, কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান ,কালিগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার জয়দেব দত্ত শ্রেষ্ঠ জয়িতা সহকারী শিক্ষক শাহিনা আক্তার চায়না প্রমূখ। অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ পাঁচজন জয়িতা কে সম্বর্ধনা প্রদান করা হয় । তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোসাম্মাৎ ফাইমা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল অর্জনকারী নারী শাহিনা আক্তার চায়না, সফল জননী নারী পারুল বালা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী মোসাম্মাৎ রেহানা পারভীন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী। তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা। এছাড়া অনুষ্ঠানে পাঁচটি নারী উন্নয়ন সংগঠনকে আর্থিক সহায়তা চেক প্রদান করা হয় ।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ,সাংবাদিক ,নারী উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Check Also

২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ

ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।