সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে  শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত 

মোঃ সাইদুল হোসেন শহর প্রতিনিধিঃ
বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা কর্মসুচির মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বুধবার(১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের পিছনে বধ্যভূমির প্রতীকি স্মৃতিস্তম্ভে সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ,’৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটি, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠণ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্বা জানান।
এরপর সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশরারফ হোসেন মশু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, ৭১ এর বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সমরেশ দাস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আজো সাতক্ষীরা সদরসহ বিভিন্ন উপজেলার বধ্যভূমিগুলো চিহ্নিত করে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়নি। অবিলম্বে সরকারি নীতিমালা অনুযায়ি ঐসব বধ্যভূমি চিহ্নিত করে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মানের জোর দাবী জানান।
এছাড়া দিবসটি উপলক্ষে বাদ জোহর জেলার বিভিন্ন মসজিদে দোয়াসহ মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনার আয়োজন করা হয়েছে এবং সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলনের আয়োাজন করা হয়েছে।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।