দেবহাটায় পুলিশের অভিযানে ৭জন ওয়ারেন্টের আসামী আটক

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টমূলে ০৬ জন এবং সিআর ওয়ারেন্টমূলে সাজাপ্রাপ্ত ১ জনসহ মোট ০৭ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ইং-১৫/১২/২২ ইং তারিখ, এসআই হাফিজুর রহমান, এসআই মাহাবুর রহমান ও এএসআই হুমায়ুন কবীর সংঙ্গীয় ফোর্সসহ জিআর-২৩/১৭(দেব:) এর আসামী উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের সামছুর রহমানের ছেলে সেলিম রেজা, নন.জি.আর-০৫/১৪(দেব:) এর আসামী উত্তর পারুলিয়া গ্রামের আকবর গাজীর ছেলে আব্দুল মজিদ, আদর আলীর ছেলে হাসান আলী, পিতা-আদর আলী, জি.আর-৭২/২০(দেব:) এর আসামী বহেরা গ্রামের নুর আলীর ছেলে সেলিম এবং একই তারিখ এসআই লালচাঁদ আলী, এসআই শরিফুল ইসলাম, এএসআই শামীম হোসেন সংগীয় ফোর্সসহ জি.আর-১৮/১৯(দেব:) এর আসামী দেবহাটা গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহীন গাজী, নুর ইসলাম সরদারের ছেলে রায়হান কবির ও সাংবাড়িয়া গ্রামের মৃত বরকতুল্লাহ সরদারের ছেলে সিআর-৮৬/১৯(দেব:) এর (সাজাপ্রাপ্ত) আসামী আরশাদ আলী সরদারকে গ্রেফতার করেন। আসামীদেরকে ইং-১৫/১২/২০২২ তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Check Also

দেবহাটার পারুলিয়ার মাঝ পারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষনা করলেন ডিসি

দেবহাটা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেছেন, সুনাগরিক হিসেবে প্রতিষ্টিত হতে নিজের একাগ্রতা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।