সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজিবি’র বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি :
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন।

১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপিতে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের উপ অধিনায়ক, মেজর এস কে এম কফিল উদ্দিন। এসময় ভোমরা বিজিবি কমান্ডার ওহিদুল ইসলাম, নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীসহ ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
একই দিনে ১১টায় ব্যাটালিয়ন সাতক্ষীরা সদর দপ্তরের অভ্যন্তরে বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক রোগ নিরুপন করে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ এর উদ্বোধন করেন,সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে:কর্ণেল আল মাহমুদ।

পরে তিনি স্থানীয় ৫০ জন গরীব দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী অধিনায়ক মাসুদ রানাসহ ব্যাটালিয়ন সদর দপ্তরের কর্মকর্তাবৃন্দ। চিকিৎসা ক্যাম্পে প্রায় দুই শতাধিক নারী পুরুষকে চিকিৎসেবা দেওয়া হয়।

Check Also

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ জনের পদত্যাগ

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর উপজেলা কমিটি গঠনে স্বজনপ্রীতি ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের অভিযোগ তুলে সংগঠনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।