আককাজ : সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় সদর হাসপাতালের সভা কক্ষে জেলা সদর হাসপাতাল তত্বাবধায়ক কার্যালয়ের আয়োজনে সদর হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা’র উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাসর) মো. সজীব খান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র রাবেয়া পারভীন, এইচইডি সাতক্ষীরা সহকারী প্রকৌশলী মতিন মন্ডল, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, সদর উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল, বিএমএ’র জেলা সভাপতি ডাঃ শেখ আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুশান্ত কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আসাদুজ্জামান, সাতক্ষীরা সদর হাসপাতালের আর এমও ডাঃ শেখ ফয়সাল আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আব্দুল জলিল, সাতক্ষীরা সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার শেফালী সরকার, সদর হাসপাতালের প্রধান সহকারি মাসুম বিল্লাহ, মল্লিক মোসলেম আলী প্রমুখ।
আলোচ্য বিষয়ের মধ্যে ছিল- গত সভার রেজুলেশ পাঠ ও অনুমোদন, জনবল সম্পর্কিত আলোচনা, হাসপাতালের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত আলোচনা, স্বেচ্ছাসেবক কর্র্মীদের বেতন প্রদান সম্পর্কিত আলোচনা, লাশঘর স্থাপন সম্পর্কিত আলোচনা, হাসপাতাল অভ্যান্তরে দালাল, এ্যাম্বুলেন্স, ইজিবাইক সম্পর্কিত বিষয় সম্পর্কিত আলোচনাসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। এসময় সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ তামিম ইকবাল।