দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাষ্টার আবুল কালাম আজাদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমির মুহাদ্দিস রবিউল বাশার ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।বৃহষ্পতিবার (২২ ডিসেম্বর) রাতে পাঠানো এক শোকবাণীর মাধ্যমে নেতৃদ্বয় এ শোক প্রকাশ করেন।
শোকবাণীতে জামায়াতের আমীর সেক্রেটারী বলেন, মাস্টার আবুল কালাম আজাদ” এর ইন্তেকালে আমরা ইসলামি আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ভাইকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে নিরলসভাবে কাজ করে গেছেন। সাধারণ মানুষের মাঝে ইসলামি আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমরা তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।’
শোকবাণীতে নেতৃদ্বয় আরো বলেন, ‘তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ক্ষমা ও রহম করুন। তার কবরকে প্রস্থত করুন। তার গুনাহখাতা ক্ষমা করে দিয়ে সেগুলোকে নেকিতে পরিণত করে দিন। কবর থেকে শুরু করে পরের প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন। তার শোকাহত পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।’
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর “মাস্টার আবুল কালাম আজাদ”
আজ বৃহষ্পতিবার সন্ধা সড়ে ৭টার দিকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তিনি ছেলে ,মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে মহান প্রভুর ডাকে সাড়া দিয়েছেন।
তিনি স্থানীয় নাংলা গ্রামের কৃতি সস্তান। খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা আমীর মাওঃ অলিউল ইসলাম এবং সেক্রেটারি হাফেজ ইমদাদুল হক।
নেতৃদ্বয় শোকবার্তায় বলেন, মাস্টার আবুল কালাম আজাদ ছিলেন একজন ইসলামী ব্যক্তিত্ব,নিবেদিতপ্রাণ সমাজসেবক ও ইসলামী আন্দোলনের সিপাহসালার। তিনি দীর্ঘদিন খানজিযা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার দায়িত্বপালন করেন। তিনি দীর্ঘদিন সংগঠনের বিভিন্ন দায়িত্বে থাকাকালীন সততা ও ন্যায়পরায়নতার পরিচয় দিয়েছেন। তাঁর মৃত্যুতে নওয়াপাড়া তথা দেবহাটা উপজেলা বাসী একজন ন্যায়পরায়ন সমাজসেবক হারালো। ইসলামী আন্দোলন হারালো একজন নিবেদিত সিপাহসালার। আন্দোলনের প্রতি তার অনন্য ভালোবাসা আমাদের প্রত্যেক জনশক্তির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।