মানবাধিকার দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি

 মুজাহিদুল ইসলাম:  মানবাধিকারের সার্বজনীন ঘোষণার ৭৫ বছর ও মানবাধিকার দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরা র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১১ টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের হল রুমে জাতিসংঘ বাংলাদেশের সহযোগিতায় ও স্বদেশ আয়োজিত  অনুষ্ঠিত আলোচনা সভায়
মাধব চন্দ্র দত্তের পরিচালনায় ও সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, পত্রদূত সম্পাদক মন্ডলীর সভাপতি আনিসুর রহিম,
 ইউএনএর আবাসিক প্রতিনিধি জাহিদ হোসেন, অধ্যাপিকা  আশাকা সিদ্দিকা, মহিলা পরিষদের জোৎন্স্যা দত্ত প্রমুখ।
বক্তরা বলেন, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘে ‘মানবাধিকারের’ সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এ বছর বিশ্বব্যাপী মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ‘৭৫ বছর পূর্তি’ পালিত হচ্ছে। জাতিসংঘ কর্তৃক যে সনদে যে মানবাধিকরের কথা বলা হয়েছে। সেটা অনেক ক্ষেত্রে ব্যত্তায় ঘটছে।
 আমাদের সংবিধানে সবার জন্য সমান অধিকারের কথা বলা হয়েছে। সংবিধানে  নারীদের সমান অধিকারের কথা বললেও নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। এর পর মুখ খুলছেন না। আদালতে যেয়েও তারা ন্যয় বিচার পাচ্ছেন না। জলবায়ু পরিবর্তণজনিত কারণে সৃষ্ট অভিঘাতে প্রাকৃতিক দুর্যোগে উপকুলীয় অঞ্চলের মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। অনেক ক্ষেত্রে  মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। শিক্ষার্থীসহ সমাজের সকল মানুষ মিলে কাজ করলেই মানবাধিকার নিশ্চিত করা সম্ভব।
এর আগে সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।