সাতক্ষীরা সীমান্তে আটককৃত আরাবিয়ান ঘোড়া হস্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি: ভারতে পাচারকালে সাতক্ষীরার বাঁশদাহ সীমান্ত থেকে আটককৃত একটি আরাবিয়ান রেসের ঘোড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে বিজিবি।

বৃহষ্পতিবার দুপুর ১২টায় বিজিবি’র সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নে বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মামুনুর রশীদ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহা পরিচালক শাহ্ আহমেদ ফজলে রাব্বি’র কাছে এ ঘোড়া হস্তান্তর করেন। এ সময় বিজিবি’র সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আল মাহমুদসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্ণেল মামুনুর রশীদ মাংবাদিকদের বলেন, ভারতে পাচারকালে গত ১৫ আগষ্ট ভোরে সাতক্ষীরা সীমান্তের বাঁশদাহ নামকস্থান থেকে থ্রু ব্রেড জাতের আরিয়ান ওই ঘোড়াটি আটক করা হয়। অন্যান্য সাধারণ ঘোড়ার মত তাজা ঘাস, মানসম্মত খড়, ফল ও সবজি খেয়ে থাকে।

এ জাতের ঘোড়া ক্ষেত্র বিশেষ ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত বাঁচে। ঘোড় দৌড়ের জন্য এ জাতের ঘোড়া সারা বিশ্বে চাহিদা রয়েছে। দেশের সুরক্ষার কাজে এ ঘোড়া ব্যবহার করা হবে। এ ঘোড়ার বাজারমূল্য দেড় থেকে তিন কোটি টাকা।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।