জামায়াতের সঙ্গে সংঘর্ষে আহত ১০ পুলিশ সদস্য হাসপাতালে

বিএনপির গণমিছিলে রাজধানীর মৌচাক ও মালিবাগ মোড় এলাকায় জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে শুক্রবার ঢাকায় গণমিছিল বের করে বিএনপি। এতে সমর্থন জানিয়ে মালিবাগ, পল্টন ও মতিঝিল এলাকায় জামায়াতও পৃথকভাবে মিছিল বের করে। এ সময় কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা।

পুলিশ জানায়, জামায়াত বিনা অনুমতিতে মিছিল বের করে। তারা পুলিশের ওপর হামলা করেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. বায়েজীদুর রহমান, রমনা থানার এসআই শহিদুল ওসমান মাসুম, এসআই সুবীর কুমার কর্মকার, এসআই হাবিবুর রহমান, এসআই মোহাইমিনুল হাসান, এএসআই কবির হোসেন, এএসআই ফিরোজ মিয়া এবং পিওএম পূর্ব বিভাগের কনস্টেবল সৌরভ নাথ ও কনস্টেবল সাদী মোহাম্মদ।

আহত ১০ পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

জুমার নামাজের সময় রাজধানীর বিভিন্ন মসজিদে অবস্থান নেন জামায়াত নেতাকর্মীরা। নামাজ শেষ হতেই ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে তারা রাস্তায় নেমে পড়েন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে পুলিশ ও জামায়াতের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। জামায়াতের আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, বিএনপির গণমিছিল কর্মসূচিতে অনুমতি ছাড়াই জামায়াত মাঠে নামে। হঠাৎ করে পুলিশ সদস্যদের ওপর আক্রমণ শুরু করে। এতে আমাদের ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় তাদের ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। জামায়াত নেতাকর্মীদের আহত হওয়ার বিষয়ে তিনি বলেন, এমন কোনো তথ্য আমার কাছে নেই।

Check Also

দুর্নীতিবাজ, খুনি, স্বার্থান্বেষী মহলকে আর ক্ষমতায় দেখতে চাই না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।