ডেস্ক রিপোট:
সাতক্ষীরার সাংবাদিকতার আকাশ থেকে খসে গেল আরও একটি তারকা। সাংবাদিকতার প্রতিক পুরুষ, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক, অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক পত্রদূতের সম্পাদকমন্ডলীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আনিসুর রহিম আর আমাদের মাঝে নেই। তিনি আজ মঙ্গলবার (৩ জানুয়ারি ২০২৩) দুপুর ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ১১টায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তিনি সপরিবারে সুন্দরবনে যাওয়ার পথিমধ্যে শ্যামনগরে অসুস্থ হন। তাঁর বুকে পেসমেকার বসানো ছিল। আগামী ৭তারিখে পেসমেকার টি চেঞ্জ করার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল। যশোর এমএম কলেজের ষাটের দশকের তুখোড় এই ছাত্রনেতা সত্তরের দশকের শুরুতে সাংবাদিকতা শুরু করেন। আপোষহীন সাহসী সাংবাদিকতা করার কারণে অসংখ্যবার তিনি হামলা-মামলার শিকার হয়েছেন। নির্ভীক সাংবাদিক হিসেবে তিনি অন্যায় অসত্যের কাছে মাথানত করেননি। দেশব্যাপী সিরিজ বোমা হামলার রহস্য সর্বপ্রথম তিনি দৈনিক সাতক্ষীরা চিত্র পত্রিকায় সাহসীকতার সাথে প্রকাশ করেন। সেই প্রতিবেদনের সূত্র ধরে সারাদেশে একে একে ধরা পড়ে জঙ্গিরা। তাঁর মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আগামীকাল ৪ জানুয়ারি সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে নেওয়া হবে পরে বেলা ১১ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।