মুজাহিদুল ইসলাম:নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ও জাতীয় সদর দপ্তরের সহায়তায় অসহায়- দরিদ্র ও ভাসমান শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট অফিস প্রাঙ্গণে রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ হারুন উর রশিদ, শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-পরিচালক এ এস এম আক্তার ও অফিস সহকারি মো. কামরুল ইসলাম প্রমুখ। এসময় ৩শতাধিক ভাসমান ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুব সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …