- মুজাহিদুল ইসলাম : ওপারে ভারত এপারে বাংলাদেশ, মাঝে ইছামতি আর তার পাড়ঘেসে ভোমরা ইউনিয়ন, বাংলাদেশের অন্যতম স্থল বন্দর। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধির আশঙ্কায় সীমান্তে বসবাসরাত জনগোষ্ঠীর জন্য নেয়া হল স্বাস্থ্য সেবার বিশেষ কার্যক্রম। ডাঃ মোঃ সবিজুর রহমান, সিভিল সার্জন, সাতক্ষীরার নির্দেশে এবং স্বাস্থ্য শিক্ষা শাখা সিএস অফিস, সাতক্ষীরার আয়োজনে চার জানুয়ারি (বুধবার) সকাল দশ ঘটিকায় রাধানগর সিসির এএইচআই, সিএইচসিপি, এইচএ, এফডিব্লিউএসহ সিজি কমিটির সভাপতি ইউপি মেম্বার, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম সাহেব এবং কমিউনিটির সদস্যদের সমন্বয়ে কমিউনিটি ক্লিনিক, মসজিদ,মাদ্রাসা, দোকান এবং গ্রামের মোড়ে মোড়ে বিশেষ স্বাস্থ্য বার্তা প্রদান, মাক্স বিতরন ও লিফলেট বিতরন করে করোনাভাইরাস প্রতিরোধে সকলকে আহবান জানানো হয়। এছাড়াও শীতকালিন ব্যাধি তথা নিপাহ ভাইরাস, জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া প্রতিরোধে বিশেষ স্বাস্থ্য শিক্ষামুলক পরামর্শ প্রদান করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডাঃ আমানতউল্লাহ। পরামর্শ প্রদানের সময় স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তারা বলেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …