কালিগঞ্জে এতিম শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ

কালিগঞ্জ প্রতিনিধি:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান বলেছেন, শুধু শীত মৌসুমে না, যেকোনো বিপর্যয়ে জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। একজন মানুষ সমস্যাগ্রস্থ হলে, কোনো কষ্টে নিপতিত হলে আরেকজন মানুষ যদি এগিয়ে না আসে, তাহলে সেটি একজন মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। যেকোনো দুর্যোগে একে অন্যের পাশে দাঁড়াতে হবে এটাই ঈমানের দাবি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার উদ্যোগে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গতকাল ৮ জানুয়ারী কালীগঞ্জ উপজেলার মহতপুর গ্রামে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আবু আব্দুল্লাহ , কুশলিয়া ইউনিয়ন যুব দায়িত্বশীল আমিরুল ইসলাম প্রমুখ। এছাড়া একই দিন সকালে একই উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের দে বাড়ীয়া এলাকায় ও মুসল্লিদের মাঝে শীতবস্ত্র চাদর বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আলী, ওয়ার্ড সভাপতি জনাব এন্তাজ আলী ,ইমাম মৌলুভী, বনী আমিন ,আঃ গফফার প্রমূখ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন হওয়ার পরও দেশের বিভিন্ন দূর্যোগে মানুষের পাশে দাড়ানোর জন্য সবার আগে ঝাপিয়ে পড়ে। একটি কল্যাণ রাষ্ট্রের দায়িত্ব হল তার নাগরিকদের মধ্যে কারা অসুবিধার মধ্যে আছে তাদের খুজে বের করে তাদের পাশে দাড়ানো। জামায়াতে ইসলামী ঠিক এই কাজটিই স্ব-উদ্যেগে করে যাচ্ছে এবং এমনই একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।