সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নে নব-নির্মিত ২টি কার্পেটিং রাস্তার উদ্বোধন

মুজাহিদুল ইসলাম : সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের নব-নির্মিত ২টি কার্পেটিং রাস্তার উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মাধবকাটি বাজার সংলগ্ন ফুটবল মাঠ এলাকায় ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে নব-নির্মিত কার্পেটিং রাস্তার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার গ্রাম হবে শহর, সে লক্ষ্যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়নে কর্মযজ্ঞ চলছে। আমি এমপি নির্বাচিত হওয়ার পর থেকে জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছি। রাস্তা, ব্রিজ- কালভাট, ড্রেন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন, বিদ্যুৎ শিক্ষাসহ সকল উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আমার নির্বাচনী এলাকায় যে কোন উন্নয়ন কাজ করতে পারলে নিজের মনের কাছে তৃপ্তি পায়। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় আছে বলেই বাংলাদেশে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, পায়রা বন্দরসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দেশের জনগণকে আবারো জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে হবে। ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমার নির্বাচনী এলাকায় কোন মাটির রাস্তা থাকবে না।”
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ঠিকাদার এস.এম শওকত হোসেন, সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. রেজাউল করিম, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, আবুল খায়ের প্রমুখ। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৪৭৯ মিটার নব-নির্মিত কার্পেটিং রাস্তা ৩৮ লক্ষ টাকা ব্যয়ে এবং একই প্রকল্পের আওতায় তুজুলপুর আর এন্ড এইচ রামের ডাঙ্গা ভায়া ভায়া দিগর ডাঙ্গা নব-নির্মিত ৮১৮ মিটার কার্পেটিং রাস্তাা ৬৮ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা এলজিইডির বাস্তবায়নে এ নব-নির্মিত দুটি কার্পেটিং রাস্তার উদ্বোধন করা হয়। এসময় দলীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা।

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।