বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে গতকাল সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির জেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রব ওয়ার্ছির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।বিতরণ কালে উপস্থিত সাতক্ষীরা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন। প্রাক্তন সভাপতি জিয়াউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রাজ্জাক, তহিদুর রহমান, আয়ুব আলী, আব্দুস সাত্তার প্রমূখ। এসময় চারটি বিষয়ে যথা শিক্ষা বৃত্তি, এককালিন অনুদান, জরুরি চিকিৎসাসহ কন্যার বিবাহ জন্য ৬৩ জন ব্যাক্তিদের মাঝে সর্বমোট তিন লক্ষ ছিয়াত্তর হাজার টাকা অনুদান দেওয়া হয়।
Check Also
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, দস্তরবন্দি, সম্মাননা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠিত
আব্দুল করিম,নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে …