ওয়ার্ল্ড ভিশনের দুর্যোগ আপদকালীন পরিকল্পনা প্রণয়নের জন্য যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ইউএসএআইডি এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এস ডি আর আর প্রকল্পের আয়োজনে কমিউনিটি পর্যায়ে ঝুঁকি মোকাবেলায় আপদকালীন পরিকল্পনা প্রণয়নের জন্য যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ০৯ (জানুয়ারি) সকাল ১০ টায় কৈখালী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউএসএআইডি এর একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এ্যাসিস্ট্যান্স প্রকল্পের সহযোগিতায় কমিউনিটি পর্যায়ে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় আপদকালীন পরিকল্পনা প্রণয়নের জন্য যুব স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে কৈখালী ইউনিয়ন এর ২৫ জন যুব স্বেচ্ছাসেবকদের একত্র করে দুর্যোগ ব্যবস্থাপনা ও আপদকালীন পরিকল্পনা প্রণয়নের উপর বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণটি শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ শাহিনুর আলম , প্রশিক্ষণ পরিচালানা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার দিপঙ্ককর সাহা, প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন এলাকার যুব স্বেচ্ছাসেবক বৃন্দ।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …