কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জে দরিদ্র্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে শিকড় মানব কল্যাণ সংস্থা। মঙ্গলবার (১০ জানুয়ারী) কুশলিয়া ইউনিয়নের বাজার গ্রামে এ কম্বল বিতরণ করা হয়। প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুর রহমান ও সেক্রেটারি রায়হান আলম লিমন, সদস্য শেখ সিরাজুল ইসলাম, আব্দুল গাফফার মোড়ল, মোঃ ফেরদৌস, মোঃ আল আমিন দরিদ্র পরিবারের সদসদের হাতে এ কম্বল তুলে দেন। প্রসঙ্গত, শিকড় মানব কল্যাণ সংস্থা একটি সামাজিক সংগঠন। সংগঠনটি ইতিমধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে উপজেলাব্যাপী ব্যাপক সুনাম কুড়িয়েছে। শিকড় মানব কল্যাণ সংস্থা প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আজিজুর রহমান জানান, আমাদের সংগঠনটির মাধ্যমে এলাকা জুড়েই মানবিক কাজ করে থাকি। সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা শহরেও শৈত্য প্রবাহের প্রকোপ বাড়ায় ভাসমান শীতার্তদের কষ্ট লাঘব করতেই তাদের এই কম্বল বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের অঞ্চলে খেটে খাওয়া মানুষ তীব্র শীতের দিনে মানবেতর জীবনযাপন করছেন। ছোট্ট শিশুরা ও বৃদ্ধরা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। সমাজের বিত্তবানদের তাদেরকে ভুলে গেলে চলবে না। সকলে তাদেরকে গরম কাপড় পোশাক, কম্বল ও নানা সাহায্য সহযোগিতা দিয়ে পাশে থাকার চেষ্টা করতে হবে।
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …