দেবহাটায় ফেয়ার মিশনের ৩২ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শুক্রবার
দেরহাটা প্রতিনিধি।। দেবহাটার পারুলিয়াস্থ স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে শুরু হওয়া ৩২ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শুক্রবার ১৩ জানুয়ারী, ২৩ ইং বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ফেয়ার মিশনের ভিন্নধর্মী এই জাকজমকপূর্ন আয়োজনে সখিপুর সরকারী কেবিএ কলেজ মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় একদিকে অংশগ্রহন করবে কামটা মিতালী সংঘ ও অন্যদিকে অংশগ্রহণ করবে টিকেট ফুটবল একাদশ। জমকালো এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফেয়ার মিশনের উপদেষ্টা সাইফুল ইসলাম, ফেয়ার মিশনের উপদেষ্টা আবু হাসান ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন। উক্ত ব্যতিক্রমধর্মী খেলায় সকলকে উপস্থিত হওয়ার জন্য ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন অনুরোধ জানিয়েছেন।
Check Also
দেবহাটায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা উপজেলা উত্তর শাখার আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষাশিবিরের …