বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরাঃ
১০ ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল ৩ টায় জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার সহযোগিতায় জেলা শিশু একাডেমি হলরুমে এ চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম’ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, সহকারি তথ্য অফিসার রমজান আলী, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম।

চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৪টা ক্যাটাগরির মধ্যে “ক” ক্যাটাগরিতে ১ম – ৪র্থ শ্রেণীর জন্য ছোটদের বঙ্গবন্ধু , “খ” ক্যাটাগরিতো ৫ম – ৭ম শ্রেণীর জন্য বঙ্গবন্ধু ও বাংলাদেশ,”গ” ক্যাটাগরিতে ৮ম – ১০ম শ্রেণীর জন্য স্বাধীন দেশে বঙ্গবন্ধু ও “ঘ” ক্যাটাগরিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উন্মোক্ত বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ মনিরুজ্জামান মনির।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।