নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পুলিশ হেফাজতে থাকা এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম সোলেমান সরদার (৮০)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সনাতনকাটি গ্রামের মৃত তাহের সরদারের ছেলে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) অপরাহ্ন ২টা ৪৫ মিনিটের দিকে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত সোলেমান সরদারের ছেলে সিরাজুল ইসলাম জানান, একই গ্রামের মৃত ইরফান সরদারের ছেলে রিয়াছাত সরদার বাদী হয়ে ২০২১ সালে একটি মামলা করেন। মামলা নং জিআর ১১৯। কিন্তু তার পিতা সোলেমান সরদার মামলার আসামি ছিলেন না। বুধবার (১১ জানুয়ারি) রাতে সোলেমান সরদার ও তার দুই ছেলে সিরাজুল ইসলাম ও কামরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় আনার পর তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠায়। আদালতের গারদখানায় সোলেমান সরদার অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সোলেমান সরদার। এদিকে সোলেমান সরদারের ছেলে কামরুল ইসলাম পিতার মৃত্যুর খবর শুনে গারদখানায় অসুস্থ হন। তাকেও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই হাবিবুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্মৃতিভা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এড. সিরাজুল ইসলাম বলেন, কামরুল ও সিরাজুলকে দুই হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন বিজারিক হাকিম মো: সালাহউদ্দিন। আদালতে হাসপাতালের মৃত্যু সনদ দেখানোর পর আইনি প্রক্রিয়া শেষে সোলায়মানের লাশ দাফনের ব্যবস্থা করা হবে।