বাংলাদেশের ভোমরায় কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হলেও ভারতের ঘোজাডাঙ্গা বন্দর ও ইমিগ্রেশনে স্বাস্থ্যবিধি মানার নেই কোনো প্রবনতা। ফলে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসা ট্রাক চালক ও সহকারীদের ক্ষেত্রে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের নেই কোনো পদক্ষেপ। এতে করোনা সংক্রমনের আশঙ্কা থেকেই যাচ্ছে।
করোনার নতুন ভেরিয়েন্ট সংক্রমণ রোধে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনে রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান চিকিৎসক।
করোনা ভাইরাসের নতুন ধরন বিএফ-৭ প্রতিরোধে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
ভাইরাসের নতুন ধরন প্রতিরোধে পরিবহন চালকদের নির্দৃষ্ট এলাকার মধ্যে চলাচলের ব্যবস্থা করার দাবি স্থানীয়দের।