দেবহাটায় পুলিশের অভিযানে একাধিক মামলার ৬ জন আসামী আটক
দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে নিয়মিত মামলায় ০১ জন, জিআর ওয়ারেন্টমূলে ০২ জন, সিআর ওয়ারেন্টমূলে ০১ জন মহিলা ও ০২ জন পুরুষ সহ সর্বমোট ০৬ জন আসামী গ্রেফতার হয়েছে। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করেন।পুলিশ সূত্র জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ১৯/০১/২০২৩ ইং তারিখে দেবহাটা থানার মামলা নং-৭(০১)২৩, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি (১)(বি) এর আসামী দক্ষিন কুলিয়া গ্রামের আফছার সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (৪৫), জিআর ৯৩/১৩(দেবঃ) এর আসামী উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত অলিউল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম প্রকাশ টুলু, জিআর ১৯৫/২২ (সাতঃ) এর আসামী একই গ্রামের জাহিদুল বিশ্বাসের ছেলে মিজানুর রহমান @মিজান(৩৪),সিআর-১৮১/২১ (দেবঃ) এর আসামী একই গ্রামের সন্তোষ সরকারের স্ত্রী সারুতি সরকার, সিআর- ৮৭/২২(বেনাপোল) এর আসামী বহেরা গ্রামের নুরুল হাসানের ছেলে হাফিজুল ইসলাম, সিআর- ৪৪৮/২১ (সাতঃ), সিআর- ৮৭৯/২০ (সাতঃ) এর আসামী মাঝ পারুলিয়া গ্রামের মৃত আব্দুর হামিদ সরকারের ছেলে নুর মোহাম্মাদকে গ্রেফতার করেন। আসামীদেরকে ইং- ১৯/০১/২০২৩ তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Check Also
দেবহাটার পারুলিয়ার মাঝ পারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষনা করলেন ডিসি
দেবহাটা প্রতিনিধি।। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেছেন, সুনাগরিক হিসেবে প্রতিষ্টিত হতে নিজের একাগ্রতা ও …