কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় মাটি বহনকারী ট্রাককে সাইড দিতে গিয়ে দাদার মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার চন্দনপুর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া মুনতাহিনা (৫) কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুস সামাদ ফকিরের পুতনী ও আলমগীর হোসেনের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গয়ড়াস্থ চন্দনপুর কলেজ মোড়ে সামাদ ফকিরের রড সিমেন্টের দোকান রয়েছে। গয়ড়া বাজার থেকে চন্দনপুর কলেজ মোড়ের দিকে একটি মাটি বহনকারী ট্রাক যাচ্ছিলো। দোকান থেকে পুতনী মুনতাহিনাকে নিয়ে দাদা সামাদ ফকির মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তা পিচ্ছিল থাকায় পড়ে যান। ফলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পুতনী মুনতাহিনা গুরুতর আহত হন।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আসিফ কাউসার তাকে মৃত বলে ঘোষণা করেন।
কলারোয়া থানার এসআই আলমগীর হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃত শিশুটিকে দাফনের অনুমতি দেয়া হয়েছে।