শ্যামগনর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপি ও জামায়াত দলীয় ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত। উচ্চ আদালতের অন্তবর্তী জামিনে থাকা এসব নেতা রোববার সাতক্ষীরা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন না মুঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। জামিন বাতিল হওয়া নেতৃবৃন্দ হলো শ্যামনগর উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সোলায়মান কবীর, ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক সরদার, সাধারণ সম্পাদক আনোয়ার ঢালী, সাংগঠনিক সম্পাদক জামিরুল আলম বাবলু, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, উপজেলা যুবদল সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, সদর ইউনিয়ন জামায়াত আমির হারুন-অর রশিদ সাচ্চু, জামায়াত কর্মী আব্দুস সবুর, মাওলানা নজরুল ইসলাম, সৈয়দ কামাল মোল্যা, রাশিদুল ইসলাম, জামাল উদ্দীন সানা। এর আগে গত ১৯ জানুযারি উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবুল কালাম মোড়ল ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ লিয়াকত আলী বাবুর জামিন প্রার্থনা বাতিল করে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড: মাসুদুল আলম দোহা জানান, ১০ ডিসেম্বরের ঢাকার গনসমাবেশকে কেন্দ্র করে বিএনপির জামায়াতের ২০জনের নাম উল্লেখ করে শ্যামনগর থানায় মামলা করেন উপ-পরিদর্শক রেজাউল করিম। নাশকতার সৃষ্টির অভিযোগে দায়েরকৃত মামলায় শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে ঐ মামলায় আসামী করা হয়। উচ্চ আদালতের জামিনে থাকা এসব নেতাদের মধ্যে ১৫ জন রোববার জামিনের আবেদন করলে আদালত বয়স বিবেচনায় তিনজনকে জামিন দেন। কারাগারে যাওয়া নেতৃবৃন্দের জামিনের জন্য সংগঠনের পক্ষ থেকে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান তিনি।