ইউক্রেনকে দুর্নীতিমুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রোববার তিনি এ ঘোষণা দেন। খুব শিগগির এ ব্যাপারে বড় ধরনের একটি পদক্ষেপ নিচ্ছেন বলেও জানান জেলেনস্কি। খবর রয়টার্সের।
জেলেনস্কি বলেন, দুর্নীতি ইউক্রেনের মজ্জায় প্রবেশ করে ফেলেছে। এ সপ্তাহেই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সামরিক সরঞ্জাম কেনায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়ার পর রোববার জেলেনস্কি বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়া জানান।
ইউক্রেন পুনর্গঠন পশ্চিমা দেশগুলো যে বিলিয়ন ডলার পাঠাবে তা নিশ্চিত করতে দুর্নীতিবিরোধী এ অভিযান পরিচালনা করা দরকার বলে জানান জেলেনস্কি৷
দেশটি পুনর্গঠনে আরও অনেক অর্থ সাহায্য লাগবে বলে ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন পশ্চিমাদাতারা৷