বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন মুক্তি পেয়েছেন।
বুধবার দুপুর সোয়া ২ টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক রাশেদুল হক।
তিনি জানান, খোকন ও মিলনের জামিননামা মঙ্গলবার কারাগারে পৌঁছায়। প্রক্রিয়া শেষে আজকে তারা মুক্তি পান। এ সময় দলের নেতাকর্মীরা কারাগারের সামনে তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ৪ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। ওই সময় খায়রুল কবির খোকন ও ফজলুল হক মিলনও গ্রেফতার হন।