কবিতা লিখে লাভ কী?
কে পড়ে কার কবিতা?
এখন কবিতারাও কবিতা পড়ে না।
পড়ায় মহল্লায় কবি
হাটে ঘাটে মাঠে কবি
নষ্ট নীড় থেকে ক্যাসিনো বারে কবি।
কবিতারা অসহায়,
অস্থির অবাঞ্ছিত অবহেলিত।
কবিতায় দালালি, দলাদলি
কবিতায় হিংসা-দ্বেষ,
কবিতায় মিথ্যে প্রশংসার ঝুলি
কবিতায় প্রতারণার বুলি।
কবিতায় প্রেম নেই, ভালোবাসা নেই
মায়া মমতা নেই
দেশ মাটি ভাষা সংস্কৃতি নেই।
কবিতা ভাটির টান হারিয়েছে
ভর করেছে অবাঙালি কালচার
তো কবিতা লিখতে হবে কেনো?
কবিতারা আবার কবিতা হয়ে ফিরে আসুক এই বাংলায়-
ফিঙে শালিক হয়ে, পলিমাটি হয়ে
সালাম জব্বার মতিউর মহিউদ্দিন জাহাঙ্গীর হয়ে,
কবিতা ফিরে পাক তার নিজস্ব ঢঙ,
স্বাধীনতা, গণতন্ত্র।
কবিতা কথা বলুক মুক্তির
কবিতা ঝড় তুলুক মঞ্চে
কবিতা ফিরে যাক গঞ্জে
কবিতা কথা বলুক যুক্তির।
তবেই কবিতা লিখবো
তবেই কবিতা শিখবো।