তুরস্কে ভূমিকম্প : নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার যাওয়ার আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সোমবার ভোরে দেশটিতে সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর জেরে পার্শ্ববর্তী সিরিয়ায়ও বহু হতাহত হয়েছে।

তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত নিহতের সংখ্যা পাঁচ শ’ ছাড়িয়ে গেছে।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই জানিয়েছেন, ভূমিকম্পে তুরস্কের কমপক্ষে ২৮৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই হাজার তিন শ’ জন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশটিতে কমপক্ষে ২৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৬৩৯ জন।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া মিলে মোট নিহত হয়েছেন কমপক্ষে ৫২১ জন।

ইউএসজিএস ধারণা করছে, নিহতের সংখ্যা এক হাজার থেকে ১০ হাজারে পৌঁছার ৪৭ শতাংশ আশঙ্কা আছে। আর এক শ’ থেকে এক হাজার নিহতের হওয়ার আশঙ্কা রয়েছে ২৭ শতাংশ। তবে ১০ হাজার থেকে এক লাখে পৌঁছানোর আশঙ্কা আছে ২০ শতাংশ।

ওই অঞ্চলে ভূমিকম্পের ইতিহাস, সবচেয়ে বেশি কম্পনের শিকার হয়েছেন কতজন এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলে থাকা কাঠামোর দুর্বলতার ওপর ভিত্তি করে ইউএসজিএস এই ধারণা করেছে।

সূত্র : সিএনএন

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।