ধ্বংসস্তুপের ভেতর থেকে শিশুদের বের করে আনা হচ্ছিল আর খুশিতে কাঁদছিল উদ্ধারকর্মীরা। ভূমিকম্পের কাঁপুনি থামার ৪০ ঘণ্টা পর একই পরিবারের তিন শিশুসহ পাঁচ সদস্যকে উদ্ধার করে তারা। ধ্বংসস্তুপ থেকে তাদের জীবিত বের করে আনা পর আশপাশের সবাই হাত তালি দিচ্ছিল।
ঘটনাটি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের। সোমবার সেখানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ পর্যন্ত দেশটিতে দুই হাজার ৫৩০ জনের মৃত্যু হয়েছে।
আল-জাজিরাকে উদ্ধারকর্মী সামের আল ওমর বলেন, ‘যখন আমরা আশা ছেড়ে দিয়েছিলাম এবং ঘণ্টার পর ঘণ্টা ধ্বংসস্তুপের ভেতর থেকে কাউকে উদ্ধার করতে পাচ্ছিলাম না, তখনই পুরো একটি পরিবারকে আমরা টেনে তুলি! পাঁচ সদস্য, স্ত্রী-স্বামী এবং তাদের তিন সন্তান।’
তিনি বলেন, ‘ওই মুহূর্তে আমরা খুশিতে কেঁদে ফেলেছিলাম। কতটা অসহায় ছিলাম আমরা! উদ্ধারের পর আমরা তাদের অক্সিজেন সরবরাহ করি। কারণ ভূমিকম্পের পর তারা দম বন্ধ করা অবস্থায় ছিল। এখন তারা হাসপাতালে আছে এবং ভালো আছে।’
সূত্র : আল-জাজিরা