বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক (বি.ভি.এম.এস) পেলেন এনামুল খাঁন
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা শহর প্রতিনিধিঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩ তম জাতীয় সমাবেশ ২০২৩ উপলক্ষ্যে বীরত্বপূর্ণ/সাহসিকতাপূর্ন, প্রশংসনীয়/দৃষ্টান্তমূলক এবং সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ “বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক (বি.ভি.এম.এস) পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ৩০ আনসার ব্যাটালিয়ন সাতক্ষীরার অধিনায়ক এনামুল খাঁন।
১২ই ফেব্রুয়ারী রবিবার বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর, গাজীপুরে আয়োজিত বাহিনীর ৪৩ তম জাতীয় সমাবেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ পদক পরিয়ে দেন।
এনামুল খাঁন ১৯৮১ সালের ৮ই জানুয়ারি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার কালার বাড়ি গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম আব্দুল হালিম খাঁন এবং মাতার নাম ফুলজান বেগম। তিনি ব্যাক্তি জীবনে বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
এনামুল খাঁন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সৎ, দক্ষ ও পেশাদার অফিসার হিসাবে সুপরিচিত। তিনি ২০১০ সালে ২৮ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ন হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সহকারী পরিচালক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। ৩০ আনসার ব্যাটালিয়নে যোগদানের পূর্বে তিনি রাজবাড়ী, ফরিদপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলায়, জেলা কমান্ড্যান্ট এর দায়িত্ব পালন করেন।
২০২২ সালে সিলেট ও সুনামগঞ্জে সংগঠিত ভয়াবহ বন্যাকালীন সময়ে বন্যা দূর্গতদের উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনায় এবং অভুতপূর্ব অবদান রাখেন
তাহার পদক প্রাপ্তিতে ৩০ আনসার ব্যাটালিয়ন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অত্যন্ত উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন।