সাতক্ষীরায় সুন্দরবন দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি : ‘সূন্দরবনকে ভালোবাসুন, ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস ঘোষণা করুন’-শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সুন্দর দিবস উদযাপিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার সকাল ১১টায় শহরের ম্যানগোভ সভাঘরে শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সামাজিক ব্যক্তিত্ব শেখ আজহার হোসেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, বনবিভাগের জেলা সামাজিক বনায়ন কার্যক্রমের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার।

সুন্দর দিবস উদযাপন কমিটি, সাতক্ষীরা আয়োজিত আলোচনা সভা সঞ্চালনা করেন স্বদেশ-সাতক্ষীরার নির্বাহী পরিচালক মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়নকমী সরদার গিয়াস উদ্দিন আহম্মেদ।

মুক্ত আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন উর রশীদ, উন্নয়নকমী অধ্যক্ষ আশেক ই এলাহী, অধ্যাপক ইদ্রিস আলী, বরসার সহকারী পরিচালক নাজমুল আলম মুন্না, কবি কবির রায়হান প্রমুখ।

বক্তরা বলেন, সুন্দরবনের ৬০ ভাগ বাংলাদেশে হলে ভারতীয় অংশ বাঘসহ বিভিন্ন প্রাণী বেড়ে যাচ্ছে আমাদের সুন্দরবনের কমে যাচ্ছে। সুন্দরবন উপকূলের রক্ষাকবচ হিসেবে কাজ করছে। সুন্দরবন বেচে থাকলে আমাদের দেশ বেচে থাকবে। না হলে নানারকম বিপর্যয়ে পড়বো। পরিবেশগত বিভিন্ন উদ্যোগ নিতে হবে। ইকো সিস্টেমের উন্নয়ন করতে হবে। সচেতনতা বাড়াতে হবে।

ভারতে সুন্দরবন বিষয়ক মন্ত্রণালয় আছে। আমাদের তিনভাগের দুই থাকলেও আমাদের এখানে উদ্যোগ গ্রহণ করা হয়নি। দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়না। জীব বৈচিত্র্য বাচিয়ে রাখতে হবে।
ট্যুরিজম বিকাশে সেইভাবে কোন উদ্যোগ নেই। পর্যটন বিকাশে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া জরুরি পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

Check Also

ভন্ড পীর মিজানের গ্রেপ্তার, শ্যামনগরে আলেম ওলামা ও জনসাধারণের মিষ্টি বিতরণ 

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: সাতক্ষীরার শ্যামনগরে বহুল আলোচিত ভণ্ড ‘পীর’ মো. মিজানুর রহমানকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।