১০ম দিনের মতো উদ্ধার অভিযান চলছে তুরস্ক ও সিরিয়ায়। গত ৬ই ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরও বহু হাজার মানুষ। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বাঁচার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে, কয়েক ঘণ্টায়ও নতুন কেউ জীবিত উদ্ধার হচ্ছে না। তবে ভূমিকম্পের ২২২ ঘণ্টা পর এক জীবিত নারী উদ্ধার হয়েছেন। তুরস্কের কাহরামানমারাস প্রদেশের অনিকিসুবাত জেলার বাসিন্দা ছিলেন তিনি। উদ্ধার হওয়া ওই নারীর নাম মেলিকে ইমামোগলু। তার বয়স ৪২ বছর।
ডেইলি সাবাহ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে তার বেঁচে থাকার বিষয়টি আগেই টের পেয়েছিল উদ্ধারকারীরা। তাকে উদ্ধারের পর ওই এলাকায় সক্রিয় মেডিকেল টিমগুলোর কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …