মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় মানবিক কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা’র আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে বিনামূল্যে চক্ষু ছানি রোগী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কাশেমপুর বাইপাস সড়কের বায়তুন নুর জামে মসজিদ সংলগ্ন মানবিক কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা’র আয়োজনে আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাংবাদিক সেলিম হোসেন’র সভাপতিত্বে চক্ষু ছনি রোগী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। মানবিক কল্যাণ ফাউন্ডেশন’ সাতক্ষীরা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাংবাদিক সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মানবিক কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী, পেশ ইমাম হাফেজ মুফতি মাসুদুর রহমান, জামিয়াতুস সুন্নাহ সুলাইমানিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক আব্দুর রহিম। রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মুবাশ্বীর, মো. রাজু আহম্মদ, মো. মাহির ও সিনিয়র নার্স বিথী আক্তার, সাতক্ষীরা প্যারামেডিকেল প্রশিক্ষন প্রাপ্ত ডাক্তার মো. মাহমুল আলম, ইসমাইল গাজী। চক্ষু ক্যাম্প পরিচালনায় ছিলেন আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের গ্রামীন স্বাস্থ্য নিবেশ মো. আব্দুল্লাহ আল- মামুন।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …