মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাদ্রাসার উদ্যোগে ৬৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ঝাউডাঙ্গা মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “এই মাদ্রাসা থেকে অনেক শিক্ষার্থী পাশ করে দেশের বিভিন্ন ভাল ভাল পদে নিয়োজিত আছে। আমাদের সরকার ধর্ম প্রচারে ওয়াজ মাহফিল কিন্তু বন্ধ করেনি। অনেকে এটা নিয়ে মিথ্যাচার করেছে। কিছু কিছু ওয়াজ মাহফিলে গভীর রাতে সরকার ও দেশের বিরুদ্ধে উস্কানীমূলক বক্তব্য রাখে। ইসলাম শান্তির ধর্ম। ধর্মের নামে ২০১৩ সাথে সাতক্ষীরাকে উত্তপ্ত করা হয়েছিল। ধর্মের নামে দাঙ্গা বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু। আমি মহান জাতীয় সংসদে বলেছি সাতক্ষীরার অনেক মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, অনেকে যুদ্ধে শহিদ হয়েছে। ২০১৩ সালের দূর্ণাম সাতক্ষীরাকে অনেক পিছিয়ে দিয়েছে। ইসলামী জলসা শুনে মানুষ ইসলামী জ্ঞান অর্জন করবে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। মানব জাতির কল্যাণে মানুষের উপকারে আশা ও পাশে থাকা পরম ধর্ম।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাংবাদিক ইয়ারব হোসেন প্রমুখ।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …