১০ দফা দাবীতে জেলা বিএনপির দুই গ্রুপের পদযাত্রা

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সার, ডিজেল কৃষি উপকরণ লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকাররের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনর্গঠন, সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ ১০দফা দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির দুই গ্রুপের উদ্যোগে পৃথক স্থানে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা শহরের রাধানগরন মোড় হতে এক পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাইক্রোবাসস্টান্ডে গিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

আলোচনা সভায় জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ তারিকুল হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মৃনাল কান্তি, সদর থানা বিএনপির আহবায়ক আবুল হাসান হাদী, বিএনপিনেতা আতাউর রহমান, শেখ আব্দুল ওয়াহেদ, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, মিলন শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী। অপর দিকে একই সময় বাঙালের মোড় এলাকা থেকে জেলা বিএনপির আহবায়ক এড: সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে একই দাবীতে পদযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঁকাল কোল্ড স্টোর মোড় এসে আলোচনা সবাই মিলিত হয়। আলোচনা সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা সাবেক এমপি রাশেদা বেগম হেরা, জেলা বিএনপি সদস্য সচিব হাবিবুর রহমান হবি সহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় নেতা কর্মীরা সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়া সহ সকল কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা। প্রেসবিজ্ঞপ্তি

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।