বহুতল ভবনের ফ্ল্যাটে মা-বাবা-মেয়ের ঝুলন্ত লাশ

দরজা ভেঙে মা, বাবা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকতার পুলিশ। লাশ তিনটি পচে গলে গেছে।

কলকাতার রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাট থেকে রোববার ওই তিনজনের লাশ উদ্ধার করা হয়। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়ে পুলিশ এখনো স্পষ্ট নয়।

নিহতরা হলেন- দিলীপকুমার চট্টোপাধ্যায় (৫১), রানু চট্টোপাধ্যায় (৪৬) ও তাদের মেয়ে ঐন্দ্রিলা চট্টোপাধ্যায় (২১)।
ঐন্দ্রিলা স্থানীয় একটি ল’ কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিল।

পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সকালে রিজেন্ট পার্কের বহুতল ভবনের দোতলার ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা।  পুলিশে এসে দরজা ভেঙে তিনজনের ঝুলন্ত লাশ দেখতে পায়। তাদের গলায় সাদা রঙের দড়ির ফাঁস লাগানো ছিল।

গত ছয় মাস ধরে রিজেন্ট পার্কের ওই ফ্ল্যাটে বাস করছিল পরিবারটি। গত তিন-চার দিন ধরে কাউকে বাইরে দেখা যায়নি। ফ্ল্যাটে তল্লাশি করে কোনো সুইসাইড নোটও মেলেনি।

স্থানীয় সূত্রের বরাতে খবরে বলা হয়, সম্প্রতি দিলীপের ব্যবসায় সমস্যা চলছিল। সে কারণেই তিনজন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Check Also

ইন্ডিয়া টুডেকে মাহফুজ আনাম ‘বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত, ছাত্রদের অনাগ্রহ, অস্পষ্টতায় জামায়াত’

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় আসার জন্য অপেক্ষা করছে, কারণ আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।