বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরন ও সংবর্ধনা অনুষ্ঠান
বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, নৈশ্য প্রহরী ও দপ্তরীদ্বয়ের বিদায়, ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ ও ২০২২ সালের এ+ প্রাপ্ত এস এস সি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১মার্চ বুধবার সকাল ১০টায় বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আছাদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলিমুর রহমান। বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক। অনুষ্ঠানে অতিথি ছিলেন দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, কুলিয়া প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য প্রভাষ চন্দ্র মন্ডল, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, ইউপি সদস্য সামছুজ্জামান ময়না, ইউপি সদস্যা ফতেমা খাতুন ও শিরিনা রসুল, বিদ্যালয়ের অবিভাবক সদস্য রমজান মোড়ল ও রওশানারা আক্তার, সাংবাদিক শাহিনুর ইসলাম ও ডাঃ মনিরুজ্জামান মনি, ক্রীড়া শিক্ষক রফিক-উল ইসলাম খান, সহকারী শিক্ষক মনিরুল করিম ও রুবেল আহমেদ। অনুষ্ঠানে বিদায়ী অতিথিবৃন্দ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ইমাদুল হক, প্রাক্তন সিনিয়র শিক্ষক শরিফুজ্জামান, প্রাক্তন নৈশ্য প্রহরী রবিউল ইসলাম ও প্রাক্তন দপ্তরী শওকত আলী দ্বয়ের অতিথিবৃন্দের হাত দিয়ে পুরুষ্কৃত করে বিদায় জানানো হয়। ৬ষ্ঠ শ্রেনীর ২০০জন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয় এবং ২০২২ সালের এ+ প্রাপ্ত এস এস সি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক তপন কুমার গাইন।
Check Also
দেবহাটায় গণপিটুনিতে এক ডাকাত নিহত, অস্ত্র, বোমাসহ গ্রেপ্তার-৬
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার খলিশাখালি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানের সময় গণপিটুনিতে কামরুল ইসলাম (৪০) এক …