স্টাফ রিপোটার: জারিন সাইমা পবিত্র কুরআনের হেফজ সম্পন্ন করেন। শনিবার (৪ মার্চ) বিকেলে আনুষ্ঠানিকভাবে শেষ ছবক গ্রহণের মাধ্যমে তিনি আল-কুরআনের ৩০ পারার হাফেজ হলেন। হাফেজা জারিন সাইমা উপজেলার সাতক্ষীরা এম আর পরিবহন গ্রুপের এমডি শেখ ইকবল কবির পলাশের কন্যা। সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা বাসস্টান্ড সংলগ্ন রসুলপুরে অবস্থিত মাদরাসাতু আল ফুরক্বান (মাদরাসা) থেকে জারিন সাইমা এই কোর্স শেষ করেন।
প্রতিষ্ঠানটির সভাপতি মো: মোশাররফ হোসাইন জানিয়েছেন, জারিন সাইমা আমাদের প্রতিষ্ঠান থেকে মাত্র ২ বছর সয়ের মধ্যে কুরআনের হাফেজা হলেন। প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও হাফেজ হুজুরের ঐকান্তিক প্রচেষ্ঠায় তা সম্ভব হয়েছে। তিনি আরো জানান এ কারণে আজ আমরা আনুষ্ঠানিকভাবে তাকে কুরআনের হাফেজা হিসেবে স্বীকৃতি দিলাম। আশা করি সে অনেকদূর এগিয়ে যাবে। এছাড়া মাদরাসাতু আল ফুরক্বান এর পক্ষ থেকে হাফেজা জারিন সাইমাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল ৪ মার্চ প্রতিষ্ঠানটির হলরুমে এক সংবধনা সভার সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি মো: মোশাররফ হোসাইন । হাফেজা জারিন সাইমাকে নগত টাকা,পবিত্র কোরান শরীফ ও ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্যারেন্ডা ইসলামী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ঢাকা এর চেয়ারম্যান অধ্যক্ষকাজী এ.এম ইউসুফ জাহানসহ অনেকে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …