দেবহাটায় নারী অধিকার উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও মতবিনিময় সভা
দেবহাটা প্রতিনিধি :- দেবহাটায় বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪মার্চ) বিকাল ৪টার সময় পারুলিয়া একাডেমি কোচিং সেন্টার মাঠ সংলগ্নে কমিটির প্রধান উপদেষ্টা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে নারী অধিকার উন্নয়ন সংস্থার দেবহাটা উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল আলহাজ্ব রফিকুল ইসলাম এর উদ্যোগে এ সভায় দেবহাটা উপজেলা শাখার উপদেষ্টা কমিটি ও কার্যকরী কমিটি গঠন করা হয়।
তিনি তার বক্তব্য বলেন, এ সংস্থার গনতান্ত্রিক ধারা অনুসারে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করবো। তিনি আরো বলেন, নারী প্রতিবন্ধীদের ভাগ্য উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, বাল্য বিবাহ রোধে সরকারের কর্মসূচি বাস্তবায়ন, নারীদের শিক্ষিত ও দক্ষ রূপে গড়ে তোলা, নারী নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা, বিধবা, বয়স্ক, স্বামী পরিত্যক্তাদের সহযোগিতা করা ও সেনিটেশন প্রশিক্ষণে সকল নারীদের এগিয়ে এসে এক সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানান এবং সকল সদস্যদের মাঝে পরিচয় পত্র বিতরণ করেন।
বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সংস্থার দেবহাটা উপজেলা শাখার নব নির্বাচিত কমিটি হলো, চেয়ারম্যান দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকহিনুর ইসলাম, ভাইস চেয়ারম্যান মোছা: লুৎফুন নাহার, সেক্রেটারি মোছা আসমা পারভীন, সহকারী সেক্রেটারি মোছা জান্নাতুন নাহার (লাকি) ও ক্যাশিয়ার খাদিজা হাফিজ (রুপা) সহ ২১ সদস্য কার্যকরী কমিটি ও ২১ সদস্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়।