ঘটনায় শুরুতে ৫ ইউনিট কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখন ১১ ইউনিট কাজ করছে। এদিকে বিস্ফোরণের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সর্বশেষ তথ্য অনুযায়ী আহতের সংখ্যা ৬০ জনের বেশি হবে।
আজ মঙ্গলবার (৭ই মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তথ্য ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ ডিবিসি নিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় বিআরটিসি কাউন্টারে পাশের একটি ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে জীবত উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।